খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে রনি নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর আমতলা শেরে এ বাংলা রোড হাজীবাড়ির সামনে ঘটনাটি ঘটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ওই ব্যবসায়ী ওই এলাকার জনৈক জাহঙ্গীর কবিরের ছেলে।
স্থনীয়রা জানায়, রনি খুলনা সদর থানাধীন ১০৪ নং শেরে বাংলা রোড হাজীবাড়ী পাশে জ্বালানি তেলের ব্যবসা করেন। রাত সাড়ে ৯ টার দিকে অজ্ঞাতনামা ৫/৬ জন সন্ত্রাসী এসে তেল বিক্রি করা অবস্থায় তার ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রনিকে জখম করে । এ সময়ে তাদের কাছে থাকা অস্ত্র দিয়ে তাকে লক্ষ্য করে একটি গুলি করে। কিন্তু সেটি লক্ষভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেচে যান। স্থানীয় উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলে নিয়ে যায়।
এলাকাবাসি আরও জানায়, কয়েকদিন আগে লবণচরা থানাধী সবুজবাগ এলকার এক সন্ত্রাসী ওই ব্যবসায়ীর নিকট চাদা দাবি করে। যেটি না দেওয়রা কারণে তার ওপর হামলা চালিয়েছে ওই সন্ত্রাসী গ্রুপের সদস্যরা।
খুলনা গেজেট/এইচ