খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ, এক লাইনে ট্রেন চলাচল বন্ধ
  বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় কাল

খুলনায় নির্মাণাধীন ভবণ থেকে পড়ে মিস্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনা নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে আফজ উদ্দিন (৪০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ১০ টার দিকে নগরীর টিভি ক্রস রোড ডা. আহসান আলীর নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

মৃত আফাজ উদ্দিন ওই এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, নগরীর টিভি ক্রস রোড এলাকার বাসিন্দা চিকিৎসক আহসান আলীর নির্মাণাধীন ৩ তলা ভবণে রাজ মিস্ত্রির কাজ করছিল আফাজ উদ্দিন। কাজ করার সময়ে অসাবধনাতাবসত তিন তলা ভবণ থেকে পড়ে গিয়ে আফাজ বুকে ও মাথায় গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় ও তার সহযোগীরা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন থাকা অবস্থায় পৌনে ১২ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!