খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ১০৪
  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল

খুলনায় গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের ফ্রি-আইনী সহায়তা দেবে আইনজীবী ফোরাম

গেজেট ডেস্ক

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর উদ্যোগে এক জরুরী সভায় চলমান বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে গ্রেফতারকৃতদের ফ্রি আইনী সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে খুলনা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

শনিবার (০৩ আগস্ট) ফোরামের জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সাথে গ্রেফতারকৃতদের পরিবার পরিজনকে স্ব স্ব থানা ও উপজেলায় দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। বেলা ১১টায় ফোরামের নিজস্ব কার্যালয়ে এড. শেখ মাসুদ হোসেন রনির সভাপতিত্বে এবং এড. তৌহিদুর রহমান তুষারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় চলমান ছাত্র-ছাত্রীদের ন্যায্য দাবী আদায়ের শান্তিপুর্ণ আন্দোলনে সরকারের আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক পাশবিক ও অবৈধভাবে বলপ্রয়োগ, গুলিতে শত শত আন্দোলনরত ছাত্র-ছাত্রী হত্যা, আন্দোলনরত ছাত্রদের নামে খুলনা সহ দেশের বিভিন্ন জেলায় মামলা, গ্রেফতার ও হয়রানীর ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এড. গাজী আব্দুল বারী, এড. শেখ আব্দুল আজিজ, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, এড, লতিফুর রহমান লাবু, এড, শেখ মাসুদ হোসেন রনি, এড, সত্য গোপাল ঘোষ, এড, তসলিমা খাতুন ছন্দা, এড. মোল্লা মোঃ মাসুম রশিদ, এড. মশিউর রহমান নান্নু, এড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এড. আসাদুল আলম প্রমুখ।

সভায় গ্রেফতারকৃত ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ ফ্রি আইনগত সহায়তা প্রদানের জন্য  উল্লেখিত আইনজীবীদের দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্বপ্রাপ্তরা হলেন খুলনা সদর থানায় এড. বেগম আক্তার জাহান রুকু (মোবাঃ ০১৭১১-২৯৭০৩৪) ও এড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার (মোবাঃ ০১৭১৫-৫৫২১২২), সোনাডাঙ্গা থানায় এড. এ কে এম শহীদুল আলম শহীদ (মোবাঃ ০১৭১১-৩৩৩৮৮৫) ও এড. শেখ রফিকুজ্জামান (মোবাঃ ০১৯১০-৬৭৩১৪৩), খালিশপুর ও খানজাহান আলী থানায় এড. মোহাম্মদ আলী বাবু (মোবাঃ ০১৭১১-৫৮৬৮৭০), দৌলতপুর ও আড়ংঘাটা থানায় এড. কামরুজ্জামান টুকু (মোবাঃ ০১৭১৭-৭৪৪৬৭৭), এড. কবিরুল ইসলাম সাগর (মোবাঃ ০১৭১৭-১৯৫৬১৬), হরিণটানা থানায় এড. আবু হুরায়রা সোহেল (মোবাঃ ০১৭১৬-২৭৮৪৩২) ও এড. শফিউল আলম তৃতি (মোবাঃ ০১৯৭৮-৯১৭১৯১), লবণচরা থানায় এড. মুজাহিদুল ইসলাম শামীম (মোবাঃ ০১৯৮৫-৫৪৩২৩৩)। এছাড়া জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়া থানায় এড. শহিদুল ইসলাম (মোবাঃ ০১৭১২-১৩০৬৫২) ও এড, জুলকার নাইম (মোবাঃ ০১৯২১-৪৮৫০৫৬), দাকোপ ও বটিয়াঘাটায় থানা-এড, জি, এম, মাসুদ করিম (মোবাঃ ০১৭১৮-১০০৬০১) ও এড. সাইফুল ইসলাম সুমন (মোবাঃ ০১৭১৫-০৪৮৯৭৯), ডুমুরিয়ায় এড. মুমিনুর রহমান নয়ন এবং ফুলতলা থানায় এড, সঞ্জিত কুমার মন্ডল (মোবাঃ ০১৯১৬-৬২৯৬১৮) ও এড. সাইফুল আলম সুজন (মোবাঃ ০১৭১১-৯৬৬৩৬৭)।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!