খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে ৩০ ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
  নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ
  জনগণই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে : মির্জা ফখরুল
  আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সর্বোত্তম: প্রধান উপদেষ্টা

খুলনায় ৮৩ কেন্দ্রে এসএসসি পরীক্ষা, পরীক্ষার্থী কমেছে ২ হাজার

নিজস্ব প্রতিবেদক

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে যশোর শিক্ষাবোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষা। এবছর খুলনায় ভোকেশনাল, দাখিল ও এসএসসি সব মিলিয়ে এবারে ২৭ হাজার ৫শ’ ৯৭জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছর ২৯ হাজার ৫শ’ ৪৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আর্থিক সংকটের কারণে পরীক্ষার্থী কমেছে। জেলায় ৮৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন গেল ১২ মার্চ পরীক্ষা পরিচালনা সংক্রান্ত সভায় ৩৭টি সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তে বলা হয়েছে কোন পরীক্ষা কেন্দ্রে বাটন ফোন ছাড়া স্মাট ফোন ব্যবহার করা যাবে না। জেড পদ্ধতিতে পরীক্ষার্থীর আসন চুড়ান্ত করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একটি করে মেডিকেল টিম থাকবে। এছাড়া কেন্দ্র সমূহে সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সাংবাদিকরা দল বেধে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। কেন্দ্র সচিবদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র সেড কোড এই গ্রুপে শেয়ার করা হবে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেড কোড মিলিয়ে নেবেন।

কেন্দ্রগুলো হচ্ছে- জিলা স্কুল, মুহসিন মাধ্যমিক বিদ্যালয়, পাবলিক কলেজ, বাজুয়া রি-ইউনিয়ন, চালনা বাজার, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির, বটিয়াঘাটা থানা হেড কোয়ার্টার, শাহপুর মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া এনজিসি ও এনসিকে মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা রি-ইউনিয়ন, ক্যান্টমেন্ট মাধ্যমিক বিদ্যালয়, কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়, কয়রা মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়, তকিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবাসী, ইখড়ি কাটেঙ্গা, দিবা পল্লী, নৌবাহিনী, গভঃ ল্যাবরেটরী, খুলনা সরকারি বালিকা বিদ্যালয়, খারাবাদ বাইনতলা, বেলফুলিয়া, খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাডুলি আরকে বিকে হরিশচন্দ্র কলেজিয়েট ইন্সটিটিউট, চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয়, হাজী ফয়েজ উদ্দিন, সরকারি করোনেশন, সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়, সেনহাটি, চক্রাখালী, গড়ই খালী, জামিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়, রোটারী মাধ্যমিক বিদ্যালয়,, পল্লীমঙ্গল হাইস্কুল, গিলেবাড়ী পঞ্জুগাজী ইউনাইটেড একাডেমী, শিরোমনি মাধ্যমিক, সরকারী ইকবালনগর, সরকারি পাইগাছা মাধ্যমিক বিদ্যালয়, কপিলমুনি মেহেরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সাহস নোয়কাটি মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আফিল উদ্দিন হাইস্কুল, দৌলতপুর মুহসিন, আর আর এফ সেকেন্ডারী স্কুল, শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, বি কে ইউনিয়ন ইন্সটিটিউশন, খুলনা কলেজিয়েট স্কুল, খানাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, শলুয়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, ইসলামাবাদ কলেজিয়েট, চান্নীচক কলেজিয়েট, হাজী সাইমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, গাজীহাট নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়, রূপসা বহুমুখী বিদ্যালয়, হাবিব নগর মাদ্রাসা, মধুগ্রাম আলীয়া মাদ্রাসা, চুকনগর হাসানিয়া মাদ্রাসা, খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, পাইকগাছা আলিম মাদ্রাসা, কয়রা মদিনাবাদ মাদ্রাসা, দারুল কুরআন সিদ্দিকীয়া মাদ্রাসা, শিরোমনি আলিম মাদ্রাসা, সামন্তনেসা দাখিল মাদ্রাসা, ইখুড়ি দাখিল মাদ্রাসা, ঘুঘরাকাটি ফাজিল মাদ্রাসা, চালনা বিল্লালিয়া মাদ্রাসা, কয়রা উত্তরচক আমিনীয়া মাদ্রাসা, ভেকোশনাল ইন্সটিটিউট, সেন্টজেভিয়ার্স হাইস্কুল, আন্তর্জাতিক কারিগরি গবেষণা কেন্দ্র, চালনা কেসি পাইলট, কয়রা মদিনাবাদ টেকনিক্যাল কলেজ, হাড়ীখালি ট্রেনিং ইন্সটিটিউট, হাড়িখালি মাধ্যমিক বিদ্যালয়, দেবদুয়ার কেডি শাহপাড়া মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা সরকারি টেকনিক্যাল, ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল ও দিঘলিয়া ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!