খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

খুলনায় এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গেজেট ডেস্ক

‘সময়ের সাথে আগামীর পথে’ শ্লোগান নিয়ে হার না মানা জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি ২১ পেরিয়ে ২২ বছরে পর্দাপন করেছে। এ উপলক্ষ্যে গতকাল সকাল সোয়া ১১টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এনটিভির খুলনা বিভাগীয় প্রধান মুহাম্মদ আবু তৈয়ব এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বন্যা দুর্গতদের সহায়তার জন্য এবার সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ব্যয় সাশ্রয় করে সেই অর্থ বন্যা দুর্গত এলাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনার প্রবীনতম সাংবাদিক এড মনিরুল হুদাকে কেক মুখে তুলে দিয়ে শুভ সূচনা করেন। কেক কাটা অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা আইনজীবী সমিতির সভাপতি এড. সাইফুল ইসলাম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান, খুলনা প্রেসক্লাব সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, দৈনিক পূবাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, কৃষক লীগ সভাপতি শ্যামল সিংহ রায়, নাগরিক নেতা এড বাবুল হাওলাদার, ফরহাদ আকন্দ পম্পি, শিরিন আক্তার, কাজী ওয়াহিদুজ্জামান, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং খুলনায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সময় বিভিন্ন সংগঠনের পক্ষ হতে এনটিভিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এনটিভির খুলনা বিভাগীয় প্রধান মুহাম্মদ আবু তৈয়ব এই ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী মোতাহার রহমান বাবু, গৌরাঙ্গ নন্দী, মুন্সী মাহবুব আলম সোহাগ, এস এম হাবীব, শেখ আল এহসান, শেখ হেদায়েদ হোসেন, শামীমুজ্জামান, আমিরুল ইসলাম প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!