খুলনা, বাংলাদেশ | ১৫ পৌষ, ১৪৩১ | ৩০ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

খুলনায় ইসলামী আন্দোলনের দাওয়াতী মাসের উদ্বোধন

নিজস্ব প্রতি‌বেদক

মঙ্গলবার (১ মার্চ) বিকাল ৫ টায় দৌলতপুর বেবিস্টান্ড চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানার সভাপতি আলহাজ্ব সরওয়ার হোসেন বন্দের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন মল্লিক এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন।

দাওয়াতি মাসের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা ওয়াহিদুজ্জামান, মাওলানা মনিরুল ইসলাম, মুফতি আবু হুরাইরা, মোঃ ওলিয়ার রহমান, আলহাজ্ব লুৎফর রহমান, প্রফেসর গোলাম মোস্তফা বাঙালি, মোহাম্মদ আজহারউদ্দিন, মোঃ মিলন হোসেন, মোঃ আমজাদ হোসেন, মোহাম্মদ ইমাম হোসেন, মোহাম্মদ বশির উদ্দিন, মোহাম্মদ কামরুল আলম, মোঃ মাসুদুর রহমান, আলহাজ্ব শেখ কাওসার আলী, মোহাম্মদ নাজমুল শেখ, মোহাম্মদ মহসিন, মোঃ শাহজালাল, আব্দুর রহমান, মোঃ মুরাদ হোসেন, মোঃ সোহাগ মোল্লা, আসিফুল ইসলাম, মুফতি রাশেদুল ইসলাম মোঃ শহিদুল ইসলাম মোঃ রফিকুল ইসলাম মোঃ আবুল কালাম প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রক্তে কেনা স্বাধীনতার ৫০ বছর অতিক্রম হলো: কিন্তু এখনো দেশের ৪২% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। ৪৭% উচ্চ শিক্ষিত বেকার, মাত্র ১% লোকের হাতে জাতীয় আয়ের সিংহভাগ কুক্ষিগত হয়ে আছে, গরীব ও নিম্ন মানুষের কাছে সুচিকিৎসা যেন সোনার হরিণ। অবাধে খুন, গুম ও বিনা বিচারে হত্যাসহ আইনশৃংখলার চরম অবনতিতে দেশের সামাজিক নিরাপত্তাহীনতা আজ প্রকট। মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতনসহ সকল ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে লাফিয়ে লাফিয়ে, এভাবে সকল ইতিবাচক জরিপে বাংলাদেশের নাম নিচের দিকে আর দুর্নীতিসহ নেতিবাচক জরিপে বাংলাদেশের নাম শীর্ষে।

তিনি আরো বলেন, মানুষ শান্তি-মুক্তি চায় কিন্তু ক্ষমতাসীনদের দুঃশাসনে আজ দেশবাসী দিশাহারা। আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থা উপেক্ষা করে মানব রচিত মতবাদের অনুসরণের কারণেই আমাদের এই পরিণতি, তাই দেশের স্বার্থরক্ষায় ও ঈমানী দায়িত্ব পালনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে শ্রেণী-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সমবেত হওয়ার আহ্বান জানান। ১মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দাওয়াতি মাসের কার্যক্রম চলবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!