ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র ৮ মাসের মাথায় রাজপথে প্রকাশ্যে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করার ঘটনায় তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের নেতৃবৃন্দ। সোমবার (২১ এপ্রিল) গণমাধ্যমে এ বিবৃতি পাঠায় দলটি।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খুলনা মহানগরীর একাধিক স্থানে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। এতে করে নগরবাসীর মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাজনীতিতে আবারো ফিরে আসার জানান দিচ্ছে আওয়ামী লীগ। তারই অংশ হিসেবে এই সিরিজ ঝটিকা মিছিল বলে আমরা মনে করি।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে পতিত আওয়ামী লীগ সরকারের বড় বড় অপরাধীরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশের ভিতরে ঘাপটি মেরে থাকা তাদের দোসররা বিভিন্ন কায়দায় একত্রিত হওয়ার চেষ্টা করছে। তারা দেশের বিরুদ্ধে বিভিন্ন ভাবে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অবিলম্বে নেতৃবৃন্দ মিছিলকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান।
খুলনা গেজেট/এএজে