খুলনা, বাংলাদেশ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় ট্যাংক লরি-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪
  মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩

খুলনায় আন্তর্জাতিক ম্যাচ চান মিরাজ

মোহাম্মদ মিলন

বাংলাদেশ ক্রিকেটের জন্য লাকি ভেন্যু হিসেবে পরিচিত খুলনা আন্তর্জাতিক স্টেডিয়াম। খুলনার এই স্টেডিয়ামে ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট তিন ধরনের ক্রিকেটই হয়েছে। তবে গত কয়েক বছর ধরে এই স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না। ২০০৪ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ দিয়ে যাত্রা শুরু করা স্টেডিয়ামটির এখন বেহাল দশা। খুলনাবাসীর দীর্ঘদিনের আশা, একও সময়ের আন্তর্কাতিক মানের এই স্টেডিয়ামের জৌলুস ফিরুক, খুলনার মাটিতে আবারো ফিরুক আন্তর্জাতিক ম্যাচ।

এই খুলনারই সন্তান জাতীয় দলের অন্যতম সদস্য মেহেদি হাসান মিরাজ। খুলনা স্টেডিয়ামে খেলা না থাকায় আক্ষেপ রয়েছে তারও। খুলনার মাটিতেই মিরাজের শৈশব কেটেছে। ক্রিকেটে তার হাতে খড়িও এই খুলনার মাটিতে। বয়স ভিত্তিক দল পেরিয়ে এখন আন্তর্জাতিক ক্রিকেটেও দাপটের সঙ্গে খেলছেন মিরাজ।

বাংলাদেশের জার্সিতে নিয়মিত হলেও খুলনার মাটিতে ম্যাচ খেলতে না পারার আক্ষেপ মিরাজের কণ্ঠে, ‘খুলনার মাঠে আন্তর্জাতিক ম্যাচ হয় না, এটি আমাকে কাঁদায়। আমার স্বপ্ন ছিল খুলনা স্টেডিয়ামে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলব। আমার ৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খুলনার মাটিতে একটিও ম্যাচ খেলতে পারিনি। এটা অবশ্যই আমার জন্য কষ্টের বিষয়। কিন্তু স্টেডিয়ামের এখন যে পরিস্থিতি মনে হয় না খেলার মতো সুবিধা আছে। এটা নিয়ে আমি বেশ কয়েক জায়গাতে কথা বলেছিলাম। আশা করছি যারা দায়িত্বে আছেন তারা এটা (স্টেডিয়াম) নিয়ে কাজ করবেন।’

খুলনা স্টেডিয়ামকে আগের অবস্থায় ফেরাতে সংশ্লিষ্ট অনেকের সঙ্গেই কথা বলেছেন মিরাজ। তিনি বলেন, ‘আমরা দেখেছি অনেক আন্তর্জাতিক ম্যাচ হয়েছে, বিপিএল’র ম্যাচ হয়েছে। কিন্তু কয়েকবছর ধরে এখানে সমস্যা হচ্ছে। যারা দায়িত্বে আছেন তাদের এমন একটি স্টেডিয়াম যেন বিলুপ্তি না হয়ে যায় সেদিকে ফোকাস করা উচিৎ। আমি এটা নিয়ে কথা বলেছিলাম, তারা অনেক ইতিবাচক আছে।’

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ব্যাটে-বলে পারফর্ম করেছেন মিরাজ। বাংলাদেশ সিরিজ ড্র করলেও সিরিজ সেরার পুরস্কার জেতেন এই অলরাউন্ডার। এমন পারফরম্যান্স করায় আইসিসি থেকেও একটা স্বীকৃতি পেয়েছেন তিনি। এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মিরাজ।

আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হওয়া প্রসঙ্গে মিরাজ বলেন, ‘এই প্রথম আমি এই পুরস্কার পেয়েছি, খুব ভালো লাগছে। এর আগে আরও অনেকে হয়েছে, এবার আমি হয়েছি। সবচেয়ে বড় কথা হল ভালো পারফরম্যান্স করাটা খুবই গুরুত্বপূর্ণ। কেমন কন্ট্রিবিউট করছেন, কতো ম্যাচ জেতাচ্ছেন, দেশকে আপনি কি দিচ্ছেন এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়- ম্যাচ জেতানো পারফরম্যান্সটা খুবই গুরুত্বপূর্ণ। এমন অনেক হয়েছে আমি ভালো খেলেছি, কিন্তু ম্যাচ জিততে পারিনি। আবার এমনও পরিস্থিতি হয়েছে আমার হয়তো কন্ট্রিবিউট অনেক বেশি ছিল না। হয়তো ৩৯ রানের ইনিংস ছিল, কিন্তু সেটা




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!