খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

‘খুলনাকে পরিবেশসম্মত আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই’

নিজস্ব প্রতিবেদক 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনাকে পরিবেশসম্মত আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই। আর এ কাজে দাতা সংস্থাসহ সরকারি ও বেসরকারি সংস্থাসমূহের সহযোগিতা প্রয়োজন।

সোমবার (২৪ জুন) বেলা ১১ টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ‘জলবায়ু পরিবর্তনজনিত তি মোকাবেলায় খুলনা শহরের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে কেসিসি’র প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত প্রারম্ভিক সভায় সভাপতির বক্তৃতায় সিটি মেয়র এ কথা বলেন।

জার্মান ভিত্তিক দাতা সংস্থা কেএফডব্লিউ’র সহযোগিতা প্রকল্পটি খুলনা মহানগরীতে বাস্তবায়িত হবে এবং প্রকল্পটির পরামর্শক সংস্থা হিসেবে কাজ করছে অ্যাকম্প্যানিইং মেজার কনসালট্যান্ট (এএমসি)। খুলনা মহানগরীর জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় উন্নয়ন পরিকল্পনা ব্যবস্থাপনা, ডাটা সেন্টার স্থাপন, প্রশিক্ষণ, শিক্ষা সফর ইত্যাদি কার্যক্রম পরামর্শক সংস্থা দ্বারা সম্পন্ন হবে। সভায় পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

সভাপতির বক্তৃতায় সিটি মেয়র জলবায়ু পরিবর্তনজনিত কারণে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন সংকট তুলে ধরে বলেন, এ সকল সংকট থেকে উত্তরণের লক্ষ্য নিয়েই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। তিনি মহানগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য জরুরী ভিত্তিতে নগর সংলগ্ন রূপসা ও ভৈরব নদী খননের ওপর গুরুত্বারোপ করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, ওয়াাসা’র ব্যবস্থাপনা পরিচালনক মোঃ আব্দুল্লাহ পিইঞ্জ, কেসিসির তত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আব্দুল আজিজ, চীফ প্লনিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, আর্কিটেক্ট রেজবিনা খানম, কেডিএ’র প্লানিং অফিসার মোঃ তানভীর আহমেদ, পরামর্শক প্রতিষ্ঠান এএমসি’র কর্মকর্তা ফ্রানসিসকো কোর্ডিরো ও এওয়াইএম হাসিবুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, এশিয়া রিজিলিয়েন্ট সিটিস (এআরসি) প্রকল্পের কর্মকর্তা জিয়াউর রহমান, ব্রাক-এর এআরসি প্রকল্প কর্মকর্তা গাজী গোলাম আহম্মেদ, কেসিসির কাইমেট চেঞ্জ এ্যাডাপশন আরবান ডেভেলপমেন্ট (সিসিএইউডি) প্রকল্প কর্মকর্তা ফেরদৌস হোসেন ও মোঃ নাহিদুর রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!