খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ছয়জন। শনিবার (২৪ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে শনিবার রোগী ভর্তি ছিল ৬৬ জন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ছয়জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে বিকেল সোয়া ৫টার দিকে খুমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া খাতুন (৭৫) মারা যান। তিনি মহানগরীর খালিশপুরের আলমনগর এলাকার বাসিন্দা আব্দুল লতিফের স্ত্রী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা মৃত নোয়াব আলীর ছেলে রেজাউল করীম (৬৫) মারা যান। তিনি ১ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে খুলনার ১৯৮ জনের নমুনা ছিল। এদের মধ্যে খুলনার ৫৩ জন, বাগেরহাটের সাতজন, যশোরের তিনজন, সাতক্ষীরার চারজন, বরিশালের একজন, নড়াইলের একজন ও ঢাকার দুইজনের করোনা শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, ২৪ এপ্রিল পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২১ জনের মৃত্যু হয়েছে।