খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সাথে আজ রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অফিসের দায়িত্বে নবনিযুক্ত প্রথম পরিচালক বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ সৌজন্য সাক্ষাত করেন।
উপাচার্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের বাইরে একটি বিশ্ববিদ্যালয়কে পরিচিত করে তুলতে এবং উন্নত বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ শিক্ষা-গবেষণা বিষয়ে লিংক স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক মান অর্জনে ইন্টারন্যাশনাল অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের অধ্যয়নে সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত আছে। ইন্টারন্যাশনাল অফিসের কার্যক্রম জোরদার হলে এ বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও অধিক সংখ্যক শিক্ষার্থী শিক্ষা ও গবেষণার কাজে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাতকালে নবনিযুক্ত পরিচালক উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ইন্টারন্যাশনাল অফিসের সহকারী রেজিস্ট্রার মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/কেএম