খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
  চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে যাত্রী আটক, বিমান জব্দ

খুবি উপাচার্যকে শিক্ষক সমিতির সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে সোমবার ২৫ জানুয়ারি বিকেলে সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের দ্বিতীয় মেয়াদের কার্যকাল সফলভাবে সম্পন্ন হওয়ায় তাঁকে সংবর্ধনা দেয়া হয়। একই সাথে প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা উপ-উপাচার্য হিসেবে নিযুক্ত হওয়ায় এবং ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কারে ভূষিত হওয়ায় সমিতির পক্ষ থেকে তাঁদেরকে অভিনন্দন জানানো হয়।

আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনের এ অনুষ্ঠানে বক্তারা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয় এবং খুলনাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন। বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে গ্রহণযোগ্যতার পিছনে কাজ করেছে তাঁর সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা ও কৌশল। তিনি তাঁর দীর্ঘ মেয়াদে দায়িত্বপালনের সময়ে শিক্ষক, কর্মকর্তাদের রাজনৈতিক মতপার্থক্য বা ভিন্নমতকে সবিশেষ বিবেচনায় না নিয়ে বরং সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা ও কাজ করার নীতিকে প্রাধান্য দেন। কিছু কিছু সময়ে ছোটখাট সমস্যার উদ্ভব হলেও তিনি তাঁর সমাধানে ধৈর্য্য, প্রজ্ঞা ও দূরদর্শীতার পরিচয় দিয়েছেন।

সংবর্ধনার জবাবে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে আমার নির্ধারিত কর্মমেয়াদ শেষ হওয়ায় নিয়মানুয়ায়ী বিদায় নিতে হচ্ছে। তবে এ বিশ্ববিদ্যালয় তাঁর স্মৃতিতে চিরকাল জাগরুক থাকবে। তিনি বলেন, আমি আপনাদের কাছে আপনজন হয়ে থাকতে চাই। বিশ্ববিদ্যালয় থেকে চলে গেলেও এ বিশ্ববিদ্যালয়ের অব্যাহত উন্নয়ন ও শিক্ষা ও গবেষণার সাফল্য তাঁকে যেনো আনন্দ দেয় তিনি সে প্রত্যাশা করেন।

তিনি আরও বলেন, একটি প্রতিষ্ঠান ও পেশাকে মনে প্রাণে ধারণ করতে পারলে, সেখানে নিবেদিত হয়ে কাজ করতে পারলে, ভিন্নমত বা চিন্তাকে প্রাধান্য না দিয়ে সবাইকে নিয়ে কাজ করার মতো পরিবেশ সৃষ্টি করতে পারলে সে প্রতিষ্ঠানে সাফল্য আসে। তিনি তাঁর দায়িত্ব পালনকালে সে প্রচেষ্টা করেছেন। তারপরও যদি তাঁর কোনো কাজে বা কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানান।

অনুষ্ঠানে অভিনন্দিত দুই অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার বক্তব্য রাখেন এবং একজন সফল উপাচার্য হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের মানবিক গুণাবলী, প্রশাসনিক দক্ষতা, প্রজ্ঞা, দূরদর্শীতার ভূয়শী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ড. এটিএম জহিরউদ্দীন, প্রফেসর সামিউল হক, প্রফেসর ড. মাহমুদ হোসেন, প্রফেসর ড. আশীষ কুমার দাস, প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, প্রফেসর ড. গোলাম রাক্কিবু, প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, প্রফেসর ড. তুহিন রায়, সহকারী অধ্যাপক পুণম চক্রবর্তী, প্রভাষক উজ্জল তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাত। এর আগে অনুষ্ঠানের শুরুতে ফুল ও স্মারক সম্মাননা প্রদান করা হয়। এসময় উপাচার্য পত্নী প্রফেসর ড. মোবাররা সিদ্দিকাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। সূত্র : প্রেস রিলিজ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!