খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার ফকির আবু হোসেন ০৯ জুলাই (রবিবার) দুপুর ২টায় নিজ বাড়িতে দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ এশা আযম খান সরকারি কলেজ চত্বরে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রাক্তন ট্রেজারার ফকির আবু হোসেন এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
উল্লেখ্য, বিশিষ্ট শিক্ষাবিদ ফকির আবু হোসেন ২০০৯ সালের ২৪ জুন খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ ট্রেজারার হিসেবে যোগদান করে ৪ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন।