খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ১০৪
  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
সংগ্রহ এবং আর্থিক সমন্বয় শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য

খুবির আর্থিক ব্যবস্থাপনাকে পর্যায়ক্রমে পুরোপুরি অটোমেশনে নেওয়া হবে

গেজেট ডেস্ক

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘সংগ্রহ এবং আর্থিক সমন্বয়’ শীর্ষক এক প্রশিক্ষণ ০৯ মার্চ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়নে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

তিনি বলেন, আমরা এখন উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি। এই স্বপ্ন পূরণে আমাদের এখন সবক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এজন্য প্রয়োজন দেশপ্রেমিক দক্ষ জনশক্তির। আর এই দেশপ্রেমিক দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি সব দিক থেকে এগিয়ে যেতে হবে। দেশপ্রেম বলতে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাকেও বোঝায়।

উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা এখনো পুরোপুরিভাবে কম্পিউটারাইজড হয়নি। তবে পর্যায়ক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনাকে পুরোপুরি অটোমেশনে নেওয়া হবে। তিনি বলেন, প্রযুক্তি শুধুমাত্র আনলেই হবে না, এর সাথে আমাদের খাপ খাইয়ে নিতে হবে। নিজেদের দক্ষতার উন্নতি করতে হবে। এজন্য প্রশিক্ষণের প্রয়োজন। আইকিউএসি আয়োজিত এই প্রশিক্ষণটি অত্যন্ত সময়োপযোগী এবং তা খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা জরুরি। সকল ক্ষেত্রে সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে সেই দেশ বা প্রতিষ্ঠান দ্রুত সমৃদ্ধি লাভ করতে পারে। এখন আমাদের প্রয়োজন আর্থিক ব্যবস্থাপনাসহ সকল ক্ষেত্রে একটি সিস্টেম ডেভেলপ করা, তা অনুসরণ এবং দক্ষতা বৃদ্ধি। সেক্ষেত্রে এ প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শহিদুর রহমান চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন শিক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শহিদুর রহমান চৌধুরী এবং অডিট এন্ড একাউন্টস অফিসার মোঃ মিজানুর রহমান মুন্সি। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ১৩৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!