খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

খুবির শিক্ষার্থীদের গবেষণামনষ্ক হয়ে নিজেদের তৈরি করতে হবে : উপাচার্য

খুবিতে ম্যাথমেটিক্যাল কম্পিউটেশন্স এন্ড সিমুলেশন ল্যাব উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনে ম্যাথমেটিক্যাল কম্পিউটেশন্স এন্ড সিমুলেশন ল্যাব (এমসিএসএল) উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ ল্যাবের উদ্বোধন করেন। পরে তিনি ল্যাবের নামফলক উন্মোচন করেন এবং ল্যাব ঘুরে দেখেন।

পরে এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণামনষ্ক হয়ে নিজেদের তৈরি করতে হবে। শুধু চাকরি পাওয়ার উদ্দেশে পড়াশোনা নয়, আমাদের জ্ঞানী হতে হবে। আমাদের মধ্যে এক্সিলেন্স থাকলে চাকরি বা কর্মসংস্থান এমনিতেই হবে। সুতরাং এখন থেকে আমাদের শিক্ষার্থীদের এক্সিলেন্স অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো টিচিং ইউনিভার্সিটি হিসেবে পরিচিত। আমরা এ ধারা থেকে বের হয়ে এসে খুলনা বিশ্ববিদ্যালয়কে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমাদের রিসার্চ ফ্যাসিলিটি বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আগে গবেষণালব্ধ ফলাফল জাতীয় বা আন্তর্জাতিকভাবে তুলে ধরা কঠিন হতো। বর্তমান সময়ে জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার এবং কনফারেন্স এর মাধ্যমে গবেষণালব্ধ ফলাফল জাতির সামনে উপস্থাপন করা সহজ হচ্ছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান অনেক। যার ফলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম সবমহলে ছড়িয়ে পড়েছে।

উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া ডিগ্রিগুলোর মান বৃদ্ধিতে বিভিন্ন ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন অর্জন প্রয়োজন। অ্যাক্রেডিটেশন অর্জনের পূর্ব প্রস্তুতি হিসেবে স্মার্ট ক্লাসরুম ও ল্যাবরেটরি তৈরি অত্যন্ত জরুরি। যার জন্য পর্যায়ক্রমে বিভিন্ন ডিসিপ্লিনে স্মার্ট ক্লাসরুম ও ল্যাবরেটরি সুবিধা বৃদ্ধি করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এবং একাডেমিক কোয়ালিটির উন্নতি করা। সময়ের সাথে আমাদের যেমন পরিবর্তন এসেছে, তার সাথে শিক্ষা ব্যবস্থায়ও পরিবর্তন এসেছে। এর সাথে মিল রেখে আমাদের কোর্স কারিকুলাও আপডেট করা হয়েছে। আমরা এখন গবেষণার দিকে বেশি গুরুত্ব দিচ্ছি। ফলে গত দুই বছরে উল্লেখযোগ্য হারে গবেষণা নিবন্ধ প্রকাশ হয়েছে। যার লক্ষ্যের চেয়েও অনেক বেশি।

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষাক্ষত্রে বিশ্বমান অর্জনে যে পথচলা শুরু হয়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সে লক্ষ্য অর্জনে দ্রুতই এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তিনি এই ল্যাব স্থাপন কাজ সম্পন্নে ডিসিপ্লিন প্রধানসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা ও কর্মচারীদের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মুন্নুজাহান আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী সালমুন সিফাত ও ইন্টেরিয়র ডিজাইনকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. গোলাম মোস্তফা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রভাষক শারমিন সুলতানা শান্তা। অনুষ্ঠানে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এএজে

 

 

 

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!