খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (১৪ জুলাই) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন; বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ; আনন্দমিছিল ; কেক কাটা এবং বৃক্ষরোপণের মাধ্যমে অত্যন্ত অনাড়ম্বর ও ছিমছাম ভাবে পালিত হয় দিবসটি। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আবুল কাসেম চৌধুরী ; ট্রেজারার সারোয়ার আকরাম আজিজসহ অন্যান্য শিক্ষকৃবন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৪ জুলাই বিশ্ববিদ্যালয় আইন পাশ হলেও ৪ এপ্রিল ২০১৯ সালে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অরিয়েন্টেশনের মাধ্যমে শিক্ষাকার্যক্রম শুরু করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।
খুলনা গেজেট/কেডি