বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়ার আক্রান্তের বিষয়টি স্বাস্থ্য অধিদফতর নিশ্চিত করলেও বিএনপির পক্ষ থেকে বিষয়টি প্রথমে অস্বীকার করা হয়। রোববার বিকেলে সংবাদ সম্মলনের এসে মির্জা ফখরুল বলেন, করোনায় আক্রান্ত হলেও বিএনপি চেয়ারপারসনের বর্তমান অবস্থা স্থিতিশীল।
তিনি বলেন, ‘গতকাল তার নমুনা নেওয়া হয়। আজ (রোববার) রিপোর্ট পজিটিভ এসেছে। দেশবাসীকে আহ্বান জানাব, তার রোগমুক্তির জন্য দোয়া করবেন। তিনি (খালেদা জিয়া) নিজেও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
রোববার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার পর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম।
তিনি আরও বলেন, ‘দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে, দেশনেত্রীর রোগমুক্তির জন্য পরম করুনাময়ের কাছে দোয়া চাইবেন। স্বাস্থ্যবিধি মেনে দোয়া করবেন।’
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এফ এম সিদ্দিকীর অধীনে তার করোনার চিকিৎসা শুরু হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। বলেন, ‘তিনি সম্পূর্ণরূপে স্টেবল আছেন। ভালো আছেন। তার কোনো টেম্পারেচার নেই। অন্য কোনো উপসর্গও নেই। চিকিৎসা শুরু হয়েছে ইতোমধ্যে। আশ্বস্ত করতে চাই, ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন, তাদের তত্ত্বাবধানে তিনি (খালেদা জিয়া) আছেন।’
চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। ‘যদি কোনো প্রয়োজন হয়, সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে’— বলেন মির্জা ফখরুল।
খুলনা গেজেট/ এস আই