নাগরিক ঐক্য’র খুলনা মহানগরী শাখার বর্ধিত সভায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবি করা হয়েছে। একই সাথে সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের অধিনে নির্বাচনের দাবি করা হয়। বক্তারা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিরোধী দলের ওপর দমন, নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছেন। পাশাপাশি ডিম ও আলু আমদানি বন্ধের দাবি করা হয়।
বুধবার (১ নভেম্বর) স্থানীয় একটি হোটেলে বর্ধিত সভায় নেতৃবৃন্দ এ দাবি তোলেন। সভায় নগর নাগরিক ঐক্য’র খুলনা নগর শাখার ১ম সম্মেলন মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। নগর শাখার পরবর্তী সভা ২ ডিসেম্বর বিকেল ৫টায় একই স্থানে অনুষ্ঠিত হবে। সভায় দলের নগর সদস্য কবি জাহাঙ্গীর কবির, মোঃ সৈয়দ আলী গাজী’র আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নগর শাখার সিনিয়র সদস্য শেখ জামিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সদস্য এ্যাড. ড. মোঃ জাকির হোসেন। বক্তৃতা করেন নগর নারী ঐক্য’র আহবায়ক এ্যাড. সাকিনা ইয়াসমিন, সদর থানা শাখার সভাপতি আলী মুসা মিয়া, সাধারণ সম্পাদক এস.এম সেলিম রেজা বকুল, ওয়াহিদুজ্জামান সোহাগ, মীর রবিউল ইসলাম, শেখ মাহামুদ হাসান, ২৬নং ওয়ার্ড শাখার আহবায়ক জাহাঙ্গীর আলম ফরাজী, শেখ মোঃ হুয়াইফা প্রমূখ। উপস্থাপনায় ছিলেন, নগর সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু।
খুলনা গেজেট/এমএম