খুলনা মহানগরীর খালিশপুরে প্লাটিনাম জুট মিলস্ স্কুলের ছাত্র মফিজুল ইসলাম বাপ্পী (১৬) হত্যা মামলার রায় কিছুক্ষণের মধ্যে ঘোষণা করা হচ্ছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান রায় প্রদান করবেন। বাদী পক্ষের আইনজীবী এ্যাড. মোমিনুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১০ অক্টোবর সন্ধ্যায় প্লাটিনাম স্কুল মাঠে বাপ্পী তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এসময় পূর্ব শত্রুতার জেরধরে সন্ত্রাসীরা বাপ্পীর বন্ধু রাজুর ওপর হামলা করে। বন্ধুকে বাঁচাতে বাপ্পী সন্ত্রাসীদের বাঁধা দিলে তারা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এই সুযোগে তার বন্ধু রাজু পালিয়ে যায়। এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বাপ্পী দুইজন চিকিৎসকের কাছে মৃত্যুকালীন জবানবন্দী দেয়। পরে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি বেশ আলোচিত হয়। এঘটনায় নিহতের ভাই হাফিজুর রহমান বাদী হয়ে খালিশপুর থানায় মামলা করেন। গ্রেফতার হওয়ার পর আসামী রনি ও নজরুল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। ২০১২ সালের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
এরআগে, এ হত্যা মামলায় চার্জশিটভুক্ত ১৮ জনের মধ্যে ১৬জন আদালতে সাক্ষ্য প্রদান করেন। ওই সময় তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস মোহাম্মদ আলীর আদালতে আসামী রকি ও নজরুল ঘটনার বিবরণ দিয়ে এ হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং অন্যান্য আসামিদের জড়িত থাকার বিবরণ দিয়েছিল।
খুলনা গেজেট/এআইএন