খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

খানাখন্দে বেহাল রাস্তা সংস্কারে এগিয়ে আসলেন কাতার প্রবাসী

হরিণাকুণ্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভাঙাচোরা রাস্তা সংস্কারে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসলেন এক কাতার প্রবাসী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয়দের সহযোগীতায় রাস্তার সংস্কারের কাজ শেষ হয়। আর কাতার প্রবাসী জাহিদুল ইসলাম বাবু মিয়ার এই মহৎ কাজে এলাকাবাসী আনন্দিত।

২নং জোড়াদহ ইউনিয়নের কালিতলা বাজারের ওপর দিয়ে চলাচল কারী প্রধান সড়কটি বেশ কিছুদিন ধরে মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সম্প্রতি সড়কটির বেহাল দশা নিয়ে অনলাইন নিউজ পোর্টাল ‌’খুলনা গেজেট’ সহ কয়েকটি আঞ্চলিক ও জাতীয় দৈনিকে প্রচার হওয়ায় বিষয়টি চোখে পড়ে সমাজসেবক কাতার প্রবাসী জাহিদুল ইসলাম বাবু মিয়ার। বিষয়টি আমলে নিয়ে রাস্তাটি অস্থায়ীভাবে হলেও মেরামতের উদ্যোগ নেন এবং মেরামত করার ব্যবস্থা করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় কয়েকজন যুবকের তদারকিতে ইটের খোয়া ও বালি দিয়ে রাস্তা মেরামতের কাজ চলছে ।
এই রাস্তা দিয়ে নিয়মিত চলাচলকারী গাড়ীচালক লিটন জানান, কালীতলার এই ভাঙাচুরা রাস্তাটি সংস্কারের ফলে আমাদের খুবই উপকার হয়েছে। আমরা খুব আনন্দিত।

কাতার প্রবাসী জাহিদুল ইসলাম বাবু মিয়ার ছোট ভাই ডাবলু বলেন, এ ধরনের কাজ প্রতিনিয়ত সাধ্যমতো করে থাকি। কোন কৃতিত্বের আশায় করি না, শুধু সরকারের দিকে চেয়ে না থেকে সমাজের সকল বিত্তবানদেরই এমন কাজে এগিয়ে আসা উচিত।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!