সাতক্ষীরার আশাশুনিতে আ’লীগ নেতা শরবত হত্যাসহ ৫টি হত্যা মামলায় অভিযুক্ত খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। শনিবার সকালে আশাশুনির গদাইপুর বাজারে নির্যাতিত পরিবার ও ইউনিয়নবাসীর পক্ষ থেকে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
খাজরা ইউনিয়ন আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস মোল্লার সভাপতিত্ব মানববন্ধনে বক্তৃতা করেন এড. মাসুদুর রহমান প্রিন্স, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অহিদুল ইসলাম মোল্যা, নিহত শরবতের স্ত্রী শেফালি বেগম, ছেলে শিমুল হোসেন ও সবুজ হোসেন, প্রভাষক জাবিরুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বাবুরাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আশাশুনি উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম গদাইপুর গ্রামের রাজাকার ও যুদ্ধাপরাধী মামলার আসামী মোজাহার সরদারের ছেলে। খুন, চাঁদাবাজি, বোমাবাজি, ভূমিদস্যুতাসহ নানা অপরাধের সাথে জড়িত তিনি। তার নেতৃত্বে ওয়ার্ড আ’লীগ নেতা শরবতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। তাকে প্রধান আসামী করে থানায় হত্যা মামলা হলেও অনেক দিন সে ছিল ধরাছোঁয়ার বাইরে। পালিয়ে থেকেও সে এলাকায় একের পর এক অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল। এলাকার মানুষকে রক্ষা করতে এগিয়ে আসে পুলিশ। ঢাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আনা হয়। এলাকায় মানুষের মাঝে স্বস্তির নিশ্বাস ফিরে আসে। তারা ডালিমকে দল থেকে বহিস্কার করে তার দৃষ্টান্তমুলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।
খুলনা গেজেট/এনএম