খুলনার কয়রায় আলোচিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউরজ্জামান রাসেল হত্যা মামলার ৫ জন আসামিকে রবিবার (১২ সেপ্টেম্বর) জেল হাজতে প্রেরণ করেছে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সেই সাথে পলাতক আসামি আরাফাত হোসেন বাবুকে আগামী ধার্য তারিখে আদালতে হাজির হওয়ার আদেশ প্রদান করেছেন।
আদালত সূত্রে জানাযায়, হাইকোর্টের ধার্য তারিখ অনুযায়ী রবিবার কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাসেল হত্যা মামলার ১৭ জন আসামির জামিন বাতিল করা হয় এবং ১৪৩, ৩২৩, ৩২৫, ৩০২/৩৪ জি আর ৪৪/২০ ধারায় বাবলুর রহমান, মামনুর রহমান, নারগীস জাহান হেলেন, সামিয়ুল ইসলাম ও লিটু ইসলামকে জেল হাজতে প্রেরণ করা হয়।
নিহত রাসেলের পিতা আব্দুস সাত্তার সানা বলেন, ‘রাসেল অন্যায়ের প্রতিবাদী হওয়ায় কুচক্রী মহলের গলার কাটা হয়ে দাঁড়ায়। যে কারণে রাসেলকে হত্যা করেছে সন্ত্রাসীরা। রাসেলের হত্যাকারীদের ফাঁসি চাই।’
উল্লেখ্য, ২০২০ সালের ১ মার্চ উপজেলার বাগালি ইউনিয়নের বায়ালহারানিয়া গ্রামের একটি ব্রিজের কাজকে কেন্দ্র করে রাসেলের উপর হামলা করে সন্ত্রাসী বাহিনী। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানেও তার শারীরিক অবস্থা আরো অবনতি হওয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে ৩ মার্চ মারা যান। এ ঘটনায় রাসেলের পিতা আব্দুস সাত্তার বাদি হয়ে ৩ মার্চ ২০২০ কয়রা থানায় ২০ জনকে আাসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর – ২।
খুলনা গেজেট/ এস আই