খুলনার কয়রা উপজেলার নলপাড়া গ্রামে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর এক নারী (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কয়রা থানা পুলিশ গণধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন।
কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, রোববার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার নলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গণধর্ষণের শিকার ওই নারীর (২২) স্বামী ইটভাটায় কাজ করেন। তিনি কিছুদিন ইটভাটার কাজে থাকেন, আবার কিছুদিন বাড়িতে থাকেন। তাদের ২/৩ বছরের একটি সন্তান রয়েছে।
রোববার তার স্বামী ইটভাটার কাজে চলে যান। ওই নারী রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে বের হন। এ সময় কিছু লোক তাকে পেছন থেকে ধরে বসে এবং বলে তোর ঘরে লোক আছে। ওই নারী কেউ নেই বললে তারা তাকে বলে ঘরে নিয়ে দেখা। ঘরে যাওয়ার পর তারা তাকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী মহিলা মামলা করেছেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বাকি দুজন আসামিকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
খুলনা গেজেট/ এস আই