খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

কয়রায় নবযাত্রা প্রকল্পের সমন্বয় সভা

কয়রা প্রতিনিধি

কয়রা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা প্রকল্প নবযাত্রা’র উপজেলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের সভাপতি ও কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস এতে সভাপতিত্ব করেন।

প্রকল্পের সাধারন সম্পাদক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকতের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান কমলেশ কুমার সানা, নাসিমা আলম ও উপজেলা কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহা. হুমায়ূন কবীর, দক্ষিণ বেদকাশি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রমেশ চন্দ্র সরকার, প্রকল্পের ইউসিও ইনচার্জ এস এম রশিদুল আলম, নবলোকের ইউডিআরআরও দেবব্রত বিশ্বাস, এলজিইডি হিসাবরক্ষণ অফিসার মো. আশরাফুল আলম, ‍যুব উন্নয়ন হিসাব-রক্ষক মো. কামরুজ্জামান সানা, সুশীলন কর্মকর্তা বঙ্কিম চন্দ্র রায়, শেখ শহীদুল আহসান, উইনরোক কর্মকর্তা আনিসুর রহমান, কোডেক এর টেকনিক্যাল অফিসার বিনয় সাহা, ওয়ার্ল্ড ভিশনের মনোতোষ কুমার ও ইব্রাহীম হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!