খুলনার কয়রা উপজেলা মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে অপদ্রব্য মিশ্রিত ৫ মন চিংড়ি মাছসহ ৩ জনকে আটক করেছে ।
জানা গেছে ,কয়রা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হকের নেতৃত্বে আজ শুক্রবার (২৪ জুন) সকালে উপজেলার জিয়াদের মোড়, কালিপদোর মোড় ও মৎস্য কাটায় অভিযান চালিয়ে সুন্দরবন থেকে আহরণকৃত অপদ্রব্য মিশ্রিত (বিষ দিয়ে ধরা) ৫ মন চিংড়ি মাছসহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ৬ নং কয়রা গ্রামের সদর উদ্দিন হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম(৫৩),পাথরখালী গ্রামের মনসুর সানার ছেলে আলাউদ্দিন(২৩) ও বতুলবাজার গ্রামের শাহাজান ঢালীর ছেলে আলম হোসেন(২১)। এ সময় চিংড়ি মাছ কেরোসিন দিয়ে মাটিতে পুতে ফেলা হয়েছে এবং আটক ৩ ব্যক্তির নিকট থেকে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন মেরিন ফিসারিজ অফিসার বিদ্যুৎ বিশ্বাস ও স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি ধীরাজ কুমার রায়।
খুলনা গেজেট/ টি আই