দূর্যোগ কবলিত কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের গাতিরঘেরী, গাববুনিয়া ও হরিহরপুর এলাকায় বেড়িবাঁধ নির্মাণের চলমান কাজ পরিদর্শন করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি বুধবার (৯ মার্চ) বিকালে বেড়িবাঁধ নির্মাণের চলমান কাজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী, উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গনেশ মন্ডল, পাইকগাছা উপজেলা যুবলীগের সাবেক সদস্য এম এম আজিজুল হাকিম, যুবলীগ নেতা শাহানুর আলম প্রমুখ। পরে স্থানীয় দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
খুলনা গেজেট/ টি আই