খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

ক্ষমতা হারালে এক রাতেই ৬৫ হাজার লোক মারা যাবে: শামীম ওসমান

গেজেট ডেস্ক

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে এক রাতেই সারা দেশে ৬৫ হাজার লোক মারা যাবে বলে আশঙ্কা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

তিনি বলেন, ‘আমরা ১৪ বছর ধরে ক্ষমতায়। আমরা যদি ক্ষমতাচ্যুত হই তাহলে এক রাতের মধ্যেই ৬৫ হাজার লোক মারা যাবে। সারা দেশে ৬৫ হাজার গ্রাম আছে, ওরা একজন করে মানুষ মারলেও ৬৫ হাজার মানুষ মারা যাবে।’

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউজে বর্ধিত সভায় দেওয়া বক্তব্যে এ আশঙ্কার কথা জানান শামীম ওসমান।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

সভায় শামীম ওসমান বলেন, ‘আমরা যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান আছি, তারা মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে নামবো। আগামী ৪ তারিখ দেশের মানুষ জাতির পিতার কন্যাকে কতটা ভালোবাসে সেটা প্রমাণ করতে হবে। এটা যখন শাপলা চত্বরে হবে আমাদের বিশ্বাস সেদিন সেখানে ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশটা হবে।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুকে, নেত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে। আমি প্রথমে কিছু বলিনি। ভেবেছি নারায়ণগঞ্জে আরও অনেকেই তো আছেন, তারাই বলুক। এরপর সহ্য করতে না পেরে সমাবেশের আয়োজন করলাম। মানুষের উপস্থিতিতে রাস্তার একপাশের পরিবর্তে দুই পাশই বন্ধ হয়ে গিয়েছিল সেদিন। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অনেকটা পথ হেঁটে মঞ্চে যেতে হয়েছে, গাড়ি নেওয়া যায়নি সেখানে। সমাবেশের চার কিলোমিটারের পর আরও চার কিলোমিটার মানুষে পরিপূর্ণ হয়ে গিয়েছিল।’

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!