খুলনা, বাংলাদেশ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলে যোগ দিতে ঢাকায় ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম
  কারামুক্ত হলেন জামায়াতনেতা এটিএম আজহারুল ইসলাম
  গভীররাতে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত
বিএনপি অফিস ভাঙচুর-আগুন

ক্রিকেটার সাকিবের বাবাসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা

গেজেট ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাগুরায় বিএনপির অফিস ভাঙচুর ও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় মাগুরা–১ আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা খন্দকার মাসরুর রেজাসহ ৭৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।

গত ১৮ মে মাগুরা সদর থানায় মামলাটি করেন মো. আবু তাহের নামের এক ব্যক্তি।

আজ সোমবার (২৬ মে) এ বিষয়টি জানাজানি হয়।

বাদী মো. আবু তাহের (৩১) মাগুরা সদর উপজেলার পাথরা গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে বিএনপির একজন কর্মী এবং ওই কার্যালয়ের কেয়ারটেকার হিসেবে উল্লেখ করেছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বছরের ৪ আগস্টের ঘটনায় এ মামলা হয়েছে। তবে এ মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলছে।

মামলার এজাহারে বলা হয়েছে, পিস্তল, শটগান, রামদা, চাপাতি, চায়নিজ কুড়াল, রড, শাবল, ককটেল, পেট্রোলসহ মাগুরা শহরের ইসলামপুরপাড়ায় অবস্থিত বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয়। ভেতরে থাকা চেয়ার, টেবিল, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় বিএনপি অফিসের পশ্চিম পাশে অবস্থিত মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর এর বাড়ি ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

মামলার এজাহারে আরও বলা হয়, আসামিরা পরস্পর সংঘবদ্ধ সন্ত্রাসী। তারা সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী।

এজাহারে উল্লেখ করা হয়, ১ নম্বর আসামি খন্দকার মাসরুর রেজা ঘটনাস্থলে উপস্থিত থেকে বিএনপি কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুকুম দেন।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হচ্ছেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ রেজাউল ইসলাম ও জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!