সফরকারি পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটনে তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। জ্যাক ক্রলির অনবদ্য শতক আর জস বাটলারের দারুন ব্যাটিংয়ে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে স্বাগতিকরা। শুক্রবার প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৩৩২ রান। ক্রলি ১৭১ ও বাটলার ৮৭ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে দুই জনে ৩০৯ বলে গড়েছেন ২০৫ রানের জুটি।
আগের দুই টেস্টেই প্রথম দিনের প্রায় অর্ধেক সময়ের খেলা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। শুক্রবারও টসের ঠিক আগ মুহূর্তে বৃষ্টি নামলে জাগে শঙ্কা। খানিক পরই অবশ্য থেমে যায় বৃষ্টি, টস দেরিতে হলেও খেলা শুরু হয় নির্ধারিত সময়ে।
সিরিজে প্রথমবার টস জিতে ব্যাটিং নেন রুট। শুরুতেই তারা হারায় ররি বার্নসকে। শাহিন শাহ আফ্রিদির বলে তৃতীয় স্লিপে শান মাসুদের হাতে ধরা পড়েন এই ওপেনার। সিরিজে তৃতীয়বার তিনি আউট হলেন আফ্রিদির বলে।
পঞ্চম ওভারে ক্রিজে যাওয়া ক্রলি শুরু থেকেই ছিলেন সাবলীল। অন্য প্রান্তে আস্থার সঙ্গে খেলছিলেন ডম সিবলি। ক্রলির ব্যাটে সচল ছিল রানের চাকা। তবুও হুট করে ইয়াসির শাহর ওপর চড়াও হতে গিয়ে এলবিডব্লিউ হয়ে যান সিবলি। ভাঙে ৬১ রানের জুটি।
লাঞ্চের আগেই ফিফটিতে পৌঁছানো ক্রলির সঙ্গে রুটের জুটি জমতে সময় লাগেনি। থিতু হয়ে যাওয়া রুটকে দুর্দান্ত এক ডেলিভারিতে থামান নাসিম শাহ। পোপকে চমৎকার এক ডেলিভারিতে বোল্ড করে দেন লেগ স্পিনার ইয়াসির।
বাটলার ক্রিজে যাওয়ার সময় ১২৭ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে ইংল্যান্ড। তবে বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের শেষ জুটি আর ভাঙতে পারেনি পাকিস্তান।
চা-বিরতির আগেই জুটির রান ফিফটি স্পর্শ করে। আগের সেরা ৭৬ ছাড়িয়ে অপরাজিত ৯৭ রান নিয়ে বিরতিতে যান ক্রলি। তৃতীয় সেশনের শুরুতেই ১৭১ বলে ১১ চারে স্পর্শ করেন তিন অঙ্ক।
খুলনা গেজেট/এএমআর