শ্রীলঙ্কা সিরিজ শেষ করে আপাতত বিশ্রামে আছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আর কিছু দিন পর আবারও তাদের গায়ে জড়াতে হবে জাতীয় দলের জার্সি। ওয়েস্ট ইন্ডিজে টাইগাররা খেলবে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ।
ক্যারিবীয় সফরে তিন ফরম্যাটের দলেই আছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এ নিয়ে শ্রীলঙ্কা সিরিজ চলাকালে সাকিবকে প্রশ্ন করা হলে তিনিও নিশ্চিত করেছিলেন- তিন ফরম্যাটেই খেলবেন। তবে সম্প্রতি এক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ না-ও খেলতে পারেন সাকিব।
এক্ষেত্রে যুক্তি দেখানো হয়েছে- এই তিনটি ওয়ানডে আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত নয় বলে সাকিবকে নাকি বোর্ডই বিশ্রামে রাখতে চাইছে। তবে বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এমন দাবি উড়িয়ে দিয়েছেন।
জালাল ইউনুস বলেন, ‘আপনারা এই খবর কোথায় পেয়েছেন আমি জানি না। সে বলেছে – আমি খেলব। তাকে জিজ্ঞেস করেন যদি, সে বলেছে- আমি অবশ্যই আছি। টি-টোয়েন্টিও খেলব, ওয়ানডেও খেলব। এজন্যই তার নাম লেখা হয়েছে। এটা তো আপনারাও প্রশ্ন করেছেন তাকে। সে কী বলেছে? সে খেলতে চাইছে। পরেরটা পরে দেখা যাবে।’
আগামী ১৬ জুন টেস্ট সিরিজ দিয়ে মাঠে গড়াবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দিপাক্ষিক লড়াই। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুন। টেস্ট সিরিজ শেষে ২, ৩ ও ৭ জুলাই তিনটি টি-টোয়েন্টি এবং ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।