আগামীকাল পবিত্র ঈদুল আজহা। ছুটি কাটাতে ক্যাম্পাস ছেড়েছেন প্রায় সব শিক্ষার্থী। নিজের পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে কতই না আয়োজন, মায়ের কোলে ফেরা। কিন্তু ফেরা হচ্ছে না গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক বিদেশি শিক্ষার্থীর!
বিভিন্ন বিভাগে পড়তে আসা এসব শিক্ষার্থীরা ঈদুল আজহায় হলেই অবস্থান করবেন। ঈদ কাটাবেন সেখানেই।
সূদূর নেপাল থেকে আসা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আফজাল হোসাইন বলেন, পরিবারের সব কাটে ঈদ। এখানে ঈদ করতে থাকতে বাধ্য হচ্ছি। পাশ করে তবেই বাড়ি ফিরব।
ফার্মেসী বিভাগের শিক্ষার্থী ইজাজুল সাফি বলেন, গত ঈদে গিয়েছিলাম নেপাল। এই ঈদে যাব না। আর সামনে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি ভালো করে।
ফার্মেসী বিভাগের আরেক শিক্ষার্থী শাহিদ বলেন, আশা করছি ভালোই কাটবে। আমরা অনেকেই হলে আছি। একসাথে ঈদ করব।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মোট ৫ টি হলের ভিতর শুধু মাত্র শেখ রাসেল হলে থাকেন বিদেশি শিক্ষার্থীরা। এ হলে মোট ১১৩ জন বিদেশি শিক্ষার্থী থাকেন। বর্তমানে প্রায় ১০০ জন বিদেশি শিক্ষার্থী হলে অবস্থান করছেন।
ঈদ উপলক্ষে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য কোন আয়োজন আছে কিনা এমন প্রশ্ন শেখ রাসেল হল প্রভোস্ট এমদাদুল হক জানান, এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তরফ থেকে কোন নির্দেশনা আসেনি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, এবারের ঈদে কর্তৃপক্ষ ৫ টি ছাগল কোরবানি করবে। এবং হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ঈদের দিন বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম