খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৫০, বাংলাদেশ পেল ৫ উইকেট

কোয়াব খুলনা টি-টোয়েন্টি ক্রিকেটে বারাকপুর ক্রিকেটার্স ও শামসুর রহমান মানি স্মৃতির জয়

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব খুলনা শাখার আয়োজনে টি-টোয়েন্টি প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা সম্পন্ন হয়েছে। আজ বুধবার সার্কিট হাউস মাঠে প্রথম রাউন্ডের শেষ দিনে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে বারাকপুর ক্রিকেটার্স ও শামসুর রহমান মানি স্মৃতি সংসদ।

দিনের প্রথম ম্যাচে বারাকপুর ক্রিকেটার্স ৭ উইকেটে খুলনা ক্রিকেট একাডেমীকে পরাজিত করে। আগে ব্যাট করতে নেমে খুলনা ক্রিকেট একাডেমী নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান করতে সমর্থ হয়। দলের হয়ে তালিমুল সর্বোচ্চ ২২ রান করেন। এছাড়া সোহেল ১৮, ফয়সাল ১৬ রান করেন। বারাকপুর ক্রিকেটার্সের হয়ে সালমান ও মুবিন ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে বারাকপুর ক্রিকেটার্স মাত্র ৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। মাত্র ২১ বলে সর্বোচ্চ ৫টি ওভার বাউন্ডারি ও ২টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৩৯ রান করেন শুভ। এছাড়া মারুফ ১৭ বলে ৩০ রান করেন। প্রতিপক্ষের ফয়সাল নেন ২ উইকেট।

দিনের দ্বিতীয় ম্যাচে শামসুর রহমান মানি স্মৃতি সংসদ ৩ উইকেটে বিকেএমএসকে পরাজিত করে। আগে ব্যাট করতে নেমে বিকেএমএস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। দলের হয়ে বিবেক সর্বোচ্চ ৪১ রান করেন। ২৯ রান করেন শোয়েব। শামসুর রহমান মানি স্মৃতি সংসদের হয়ে রিয়াজ, আরমান, সাকিব ও শাকিব ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শামসুর রহমান স্মৃতি সংসদ ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। মাত্র ১৮ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া সাকিব ৩০, আরমান ২৬ রান করেন। প্রতিপক্ষের সজল ৩টি ও রইস ২টি উইকেট নেন।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!