উদ্বোধনী জুটিতে দারুণ শুরু এনে দিয়েছিলেন লোকেশ রাহুল ও রোহিত শর্মা। ইংল্যান্ডের বোলিং আক্রমণ সামলে বড় রানের ভিত গড়ে দেন তারা। কিন্তু সেটি করতে গিয়ে ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারার মতো তারকারা। এখনো অবশ্য রাহুলের ব্যাটে লড়াই চালিয়ে যাচ্ছে ভারত।
নটিংহ্যাম টেস্টের প্রথম দিনে ১৮৩ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাব দিতে নেমে ওই দিন আর কোনো উইকেট হারায়নি সফরকারী ভারত। দ্বিতীয় দিনে এসে ৭ চারে ১০৭ বলে ৩৭ রান করে ফিরে গেলে তাদের ৯৭ রানের উদ্বোধনী জুটি ভাঙে।
এরপর ১৬ বলে ৪ রান করে অ্যান্ডারসনের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন পূজারা। ঠিক তার পরের বলেই শূন্য রানে আউট হয়ে যান অধিনায়ক কোহলি। এতে একটি বিব্রতকর রেকর্ডও তার নামের সঙ্গে যুক্ত হয়। ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৯ বার শূন্য রানে আউট হয়েছেন কোহলি।
তার বিদায়ের পর বেশিক্ষণ অবশ্য স্থায়ী হননি আজিঙ্কা রাহানে। ৫ বলে ৫ রান করে তিনি রান আউট হয়েছেন। তবে দিনশেষে সফরকারীদের জন্য স্বস্তি ফিফটি করেও অপরাজিত আছেন ওপেনার রাহুল। ১৫১ বল খেলে ৫৭ রান করা এই ব্যাটসম্যান দিন শুরু করবেন ৭ রানে অপরাজিত থাকা ঋষভ পান্তের সঙ্গে। দ্বিতীয় দিনশেষে ভারতের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১২৫ রান।
খুলনা গেজেট/কেএম