খুলনা, বাংলাদেশ | ২৫ মাঘ, ১৪৩১ | ৮ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩
  টানা দ্বিতীয় বিপিএল শিরোপা ফরচুন বরিশালের, ফাইনালে চিটাগং কিংসকে হারিয়েছে ৩ উইকেটে

কোনো লিংকে ক্লিক না করলেও হ্যাক হতে পারে আপনার ফোন, করণীয় কী?

গেজেট ডেস্ক 

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যক্তিগত কিংবা পেশাগত যোগাযোগে ব্যবহার করেন মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। তবে সম্প্রতি জনপ্রিয় এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীর নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে।

মেটা কর্তৃপক্ষ নতুন এক ধরনের সাইবার হামলার কথা জানিয়েছে, যেখানে ব্যবহারকারী কোনো ধরনের লিংকে ক্লিক না করলেও হ্যাকাররা তার মুঠোফোন থেকে ছবি ও তথ্য হাতিয়ে নেয়ার পাশাপাশি ফোনকল রেকর্ড করতে পারে।

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে নতুন এই নিরাপত্তা শঙ্কার কথা উঠে এসেছে। মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে টার্গেটেড ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড করে তাদের মুঠোফোন থেকে তথ্য সংগ্রহ করেছে পারাগন সলিউশন নামের একটি স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান। ‘জিরো ক্লিক’ নামের বিশেষ ধরনের এক সাইবার হামলার মাধ্যমে তারা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। ভুক্তভোগীদের মধ্যে সাংবাদিক ও মানবাধিকারকর্মী ছাড়াও সাধারণ নাগরিক রয়েছেন।

হোয়াটসঅ্যাপের নিরাপত্তা বিশেষজ্ঞদের ভাষ্য, ‘জিরো ক্লিক’ নামের সাইবার হামলার পদ্ধতি এতই সূক্ষ্ম ও উন্নত যে হ্যাকড হওয়ার বিষয়টি ব্যবহারকারীর কোনোভাবেই বুঝার সুযোগ নেই। এমন সাইবার হামলা শনাক্ত ও প্রতিরোধ করা অনেক কঠিন, তাই ব্যবহারকারীর জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক। এমনকি সাধারণ অ্যান্টিভাইরাস বা নিরাপত্তা সফটওয়্যার দিয়েও এই হামলা ঠেকানো সম্ভব নয়।

যেকোনো সাইবার হামলার ক্ষেত্রে সাধারণত ব্যবহারকারীকে কোনো লিংকে ক্লিক করতে হয়। এতে মুঠোফোনে কোনো ফাইল ডাউনলোড বা অ্যাটাচমেন্ট খোলার প্রয়োজন হয়। কিন্তু ‘জিরো ক্লিক’ সাইবার হামলা পুরোই ভিন্ন। এ ক্ষেত্রে হ্যাকাররা সাধারণত বিশেষ ধরনের বার্তা, ছবি বা অডিও ফাইল পাঠায়, যেটি ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপ পাঠানোর পর স্বয়ংক্রিয়ভাবেই মুঠোফোন হ্যাক করতে সক্ষম হয়। ফলে ব্যবহারকারী কোনো ক্লিক না করলেও মুঠোফোনে থাকা তথ্য বা ছবি ছাড়াও বার্তা বা ফোনকল রেকর্ড করতে পারে হ্যাকাররা।

এই অবস্থায় বিশেষজ্ঞদের মত, এমন সাইবার হামলা থেকে বাঁচতে ব্যবহারকারীদের মুঠোফোনে সিকিউরিটি ও হোয়াটসঅ্যাপ অ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে হবে। সেই সঙ্গে অপরিচিত ব্যক্তিদের পাঠানো সন্দেহজনক বার্তা বা কল এড়িয়ে চলার পাশাপাশি দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা (টু ফ্যাক্টর অথেন্টিকেশন) ব্যবহার করতে হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!