বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ন্যাশনালিস্ট টিচার্স এ্যাসোসিয়েশন খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিন্দা জানিয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিষ্ট টিচার্স এ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক প্রফেসর শেখ মাহমুদুল হাসানের পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন ভূলুণ্ঠিত করার অপপ্রয়াসে যে হামলা সংঘটিত হয়েছে, তা বর্বর, লজ্জাজনক এবং সুশাসন বঞ্চিত একটি রাষ্ট্রের প্রতিচ্ছবি। শিক্ষক হিসাবে আমরা আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীদের প্রতি এই ন্যাক্কারজনক হামলায় মর্মাহত, স্তম্ভিত এবং শোকাহত। ক্ষমতাসীন রাজনৈতিক দল তার পেটোয়া বাহিনীর মাধ্যমে ন্যায্য এবং যৌক্তিক দাবিতে আন্দোলন রত শিক্ষার্থীদের উপরে যে বর্বরোচিত হামলা করিয়েছে তা চূড়ান্ত ফ্যাসিসম এবং স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা আমাদের শিক্ষার্থীদের দেখতে চাই প্রাণোচ্ছল, চৌকশ, মেধাবী, প্রজ্ঞাবান এবং অধিকার সচেতন নাগরিক হিসাবে, আমরা আমাদের শিক্ষার্থীদের বর্বর হামলায় রক্তাক্ত দেখতে চাই না। আমরা অত্যন্ত শঙ্কার সাথে দেখছি যে, আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিপক্ষ ভাবছে সরকার এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল। এই পরিস্থিতি একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে মত প্রকাশের জন্য বাধাস্বরূপ। আমরা শিক্ষার্থীদের ওপর হামলার প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং হামলা সংশ্লিষ্টদের দ্রুত বিচার দাবী করছি। আমরা কোটা সংস্কারে শিক্ষার্থীদের দাবী বিবেচনা করা হবে এই দাবী করছি।
খুলনা গেজেট/এমএম