আজ শনিবার ৬৪ জেলায় প্রতিনিধি সম্মেলন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজ এবং ৬৪ জেলায় অনলাইন ও অফলাইন প্রতিনিধি সম্মেলন করা হবে। এরপর সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।
শুক্রবার বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে কর্মসূচি পালনের পর এ ঘোষণা দেওয়া হয়।
এদিকে কোটা সংস্কারের এক দাবিতে গত বৃহস্পতিবার শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা আন্দোলনে নামলে ঢাকার আগারগাঁও, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েক জায়গায় পুলিশ লাঠিচার্জ করে। এতে অন্তত ৩০ জন আহত হন। এ হামলার প্রতিবাদে গতকাল বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গতকাল বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এতে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ছিল তাদের অবস্থান। ফলে নগরজুড়ে তৈরি হয় তীব্র যানজট। চট্টগ্রামের কোটা আন্দোলনের অন্যতম সংগঠক ও জেলার সমন্বয়ক আবুল ফয়েজ মামুন বলেন, বৃহস্পতিবারের হামলায় চট্টগ্রামে ১৫ জন ভাই আহত হয়েছেন। সংসদে আইন পাস না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।