নগরীর নিম্ন আয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের সহযোগীতা করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। ২৮ জুলাই তিনি নগরীর চারটি ওয়ার্ডের ৩৪১জনকে নগদ অর্থসহ চাল দিয়ে সহযোগিতা করেন।
এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের একশত ৩৬ জন, ৩০ নম্বর ওয়ার্ডের একশত এগার, ১৮ নম্বর ওয়ার্ডের ৭১ এবং ৯ নম্বর ওয়ার্ডের ২৩ জন নিম্ন আয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে আট কেজি করে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
খুলনা গেজেট / এনআইআর