খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রভাবশালী সেই প্রশাসনিক কর্মকর্তা মীর রেফাকত আলীকে ওএসডি করা হয়েছে। গত ১২ নভেম্বর মেয়র তালুকদার আব্দুল খালেক অফিস আদেশে তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। ওই পদে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে ভারপ্রাপ্ত চীফ প্লানিং অফিসার আবির উল জব্বারকে। রবিবার (১৫ নভেম্বর) তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন বলে স্বীকার কেরেছন।
অফিস আদেশে উল্লেখ করা হয়, কেসিসির প্রশাসনিক শাখার প্রধান সহকারী ও ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মীর রেফাকত আলীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলীপূর্বক একই শাখায় সংযুক্ত করা হলো। একই সাথে উক্ত আদেশের যোগসূত্রে কেসিসির ভারপ্রাপ্ত চিফ প্লানিং অফিসার আবির উল জব্বারকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিজ দায়িত্বের পাশাপাশি প্রদান করা হলো। বদলীকৃত ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারিগণ ১৫ নভেম্বরের মধ্যে দায়িত্বভার গ্রহণ ও হস্তান্তর করবেন। এই আবির উল জব্বার তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু’ বছর প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
কেসিসির সচিব মোঃ আজমুল হক বলেন, তাকে নানা কারণে ওএসডি করা হয়েছে। বিগত দিনে একই পদে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা থাকায় আবির উল জব্বারকে ওই পদে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।
খুলনা গেজেট/এমএম