খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

কেসিসির পশুর হাট বসছে রোববার

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ব্যবস্থাপনায় রোববার (৩ জুলাই) থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট। নগরীর জোড়াগেট এলাকায় বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে এই হাটের উদ্বোধন করবেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। এটি নগরীর সবচেয়ে বড় হাট।

জোড়াগেট পশুরহাট পরিচালনা কমিটির আহ্বায়ক কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন জানান, অন্যান্য বছরের মতো এবারও হাটে প্রয়োজনীয় সংখ্যক ক্লোজ সার্কিট ক্যামেরা ও লাইট স্থাপন করা হচ্ছে। থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা, জাল টাকা শনাক্তকরণ মেশিন। হাটে রাজস্ব আদায় করা হবে কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে।

তিনি জানান, মানুষ ও কোরবানির পশু অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসায় থাকবে পৃথক চিকিৎসক। করোনা প্রতিরোধে ক্রেতা-বিক্রেতাদেরকে হাটে মাস্ক পরে আসার আহ্বান জানানো হয়েছে। এছাড়া হাটে শিশু ও বৃদ্ধদের ঢুকতে নিরুৎসাহিত করা হয়েছে।

কেসিসি সূত্রে জানা গেছে, গতবছর কেসিসির পশুর হাটে ৫ হাজার ২৮০টি গরু, ১ হাজার ৬৩৯টি ছাগল ও ২১টি ভেড়া বিক্রি হয়েছিল। এ থেকে কেসিসির রাজস্ব আয় হয়েছিল ২ কোটি ৪৩ হাজার ৪৫ টাকা। গত বছরের মতো এ বছরও হাটে রাজস্ব নির্ধারণ করা হয়েছে প্রতি হাজারে ৫০ টাকা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!