খুলনা, বাংলাদেশ | ১৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫২তম মৃত্যুবার্ষিকী আজ
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, করোনায় দুই
  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বে‌ড়ে ৭

কেশবপুর মহিলা আ’লীগ সভানেত্রীর বাড়িতে চুরি

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবালে বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতের তার মধ্যকুল গ্রামের বাড়িতে কোনো একসময় এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে চুরির বিষয়টি চোখে পড়ে বাড়ির লোকদের।

রাবেয়া ইকবালের ধারণা শুক্রবার দিবাগত রাতের বাড়ির সকলে যখন গভীর ঘুমে আচ্ছন্ন সে সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা চুরি করেছে। এ ঘটনায় রাবেয়া ইকবাল কেশবপুর থানায় সাধাণ ডায়েরী করেছে। যার নং: ৮৯৩, তারিখ: ২০/০৩/২০২১।

কেশবপুর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল জানান, “শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় তার বাড়ির শয়ন ঘরের পুরাতন কাঠের জানালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা ছাড়াও জিনিসপত্র নিয়ে চোরেরা চলে যায়। এতে ৫৬ হাজার ৯৯০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।”

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!