যশোর স্বাস্থ্য বিভাগ কেশবপুর পৌর শহরে অভিযান চালিয়ে ৪টি ক্লিনিক সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। সিভিল সার্জন ডা. মোহাম্মদ মাসুদ রানা এ অভিযানে নেতৃত্ব দেন। গত ১৭ এপ্রিল তিনি এই নির্দেশনা মৌখিকভাবে প্রদান করেন।
এর ধারাবাহিকতায় রোববার (২০এপ্রিল) কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আলগীর স্বাক্ষরিত চারটি পৃথক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়েছে।
বন্ধ ঘোষিত হাসপাতালগুলো হলো, কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, মাতৃমঙ্গল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, মাইকেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল।
স্বাস্থ্যবিধি, লাইসেন্স এবং পরিচালনা-সংক্রান্ত বিভিন্ন অনিয়মের কারণে এসব হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সিভিল সার্জন জানান। তিনি বলছেন, তদন্ত ও পর্যালোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।