কেশবপুরে ক্যারাম বোর্ড খেলার আড়ালে জুয়া খেলার প্রতিবাদ করায় ইউসুফ আলী সরদার(২৬) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে। গুরুতর আহত ইউসুফ আলী সরদারকে এলাকাবাসি উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভার্ত করেছে। এ ঘটনায় আহত ওই যুবক বাদী হয়ে কেশবপুর থানায় লিখিত এজাহার দায়ের করেছে।
জানা গেছে, উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বুড়লি খামার বাড়ি মোড় নামক স্থানের চা দোকানী বুড়ুলি গ্রামের শাহাজান আলী গাজীর ছেলে হাসান আলী গাজী দীর্ঘ দিন যাবৎ চায়ের ব্যবসার আড়ালে কেরাম বোর্ড বসিয়ে জুয়া খেলা করিয়ে আসছিলো। গত ২৫ মার্চ রাতে বুড়লি গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে ইউসুফ আলী সরদার জুয়া খেলার প্রতিবাদ করায় হাসান আলী কাঠের চলা দিয়ে এলাপাথাড়ি মারপিট করে মাপথা ও শরীরে বিভিন্ন ফোলা জখম করে আহত করে। এ সময় তার কাছে থাকা ৯হাজার ২শ টাকা ছিনিয়ে নেয়।
এলাকাবাসি এগিয়ে এসে তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ২৭ মার্চ সন্ধ্যায় আহত ইউসুফ আলী বাদী হয়ে কেশবপুর থানায় এজাহার দায়ের করেছে।
খুলনা গেজেট/ টি আই