খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
  দুর্নীতি ও আমলাতন্ত্র দেশে ব্যবসায় পরিবেশ নিশ্চিতের অন্যতম বাধা : সিপিডি
  সাবেক স্পিকার শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্টের আবেদন স্থগিত

কেশবপুরে মানব পাচার প্রতিরোধে মতবিনিময়

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে ব্রাকের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের হলরুমে চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশনের সহযোগীতায় ব্রাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর পলাশের সভাপতিত্বে এবং ব্রাকের মানবধিকার ও আইন সহায়তা কর্মসূচির জেলা ব্যবস্থাপক শংকর রায় চৌধুরির পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্রাকের যশোর জেলার সমন্বয়কারী অমরেশ চন্দ্র দাশ, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার আবুল কাশেম, আটন্ডা এস এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতলেব, কেশবপুর প্রেসক্লাবের দপ্তর স¤পাদক মশিয়ার রহমান, বিবাহ রেজিস্টার রবিউল ইসলাম, ইউপি সদস্য এম সাইফুর রহমান ও ইউনিয়ন পরিষদের সচিব আবুল হোসেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন কেশবপুর ব্রাকের এইচ আর এল এস অফিসার আকরাম হোসেন। মতবিনিময় সভায় মানব পাচার, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ মহামারি করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য বক্তরা আহ্বান জানান।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!