যশোরের কেশবপুরে একটি ভোট কেন্দ্র স্থানান্তর করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে আবেদন করেছেন। মঙ্গলবার সকালে এলাকাবাসি স্বাক্ষরিত আবেদনটি জমা দেওয়া হয়েছে।
জানা গেছে, কেশবপুর উপজেলার ৭নং পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি ও সাগরদত্তকাটি গ্রাম নিয়ে ৩ নং ওয়ার্ড গঠিত। দীর্ঘদিন যাবৎ নির্বাচনের ভোট গ্রহণের কেন্দ্র হিসেবে বেলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ব্যবহার হয়ে আসছে। কিন্তু বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কার্যক্রম চলমান থাকার কারণে গত ১১তম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের স্থান সাগরদত্তকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়। তবে বর্তমানে বিদ্যালয়টির মাঠসহ পানিবন্ধী হওয়ার কারণে ভোট গ্রহন কার্যক্রম দারুন ভাবে বাধাগ্রস্থ হবে বলে এলাকাবাসি জানান।
এদিকে, পূর্ব নির্ধারিত ভোট কেন্দ্র বেলকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কার্যক্রম অনেক আগেই সম্পন্ন হয়েছে। বিধায় ওয়ার্ডবাসির ভোট দানের সুবিধার্থে ও কেন্দ্রটি ওয়ার্ডের মাঝখানে থাকায় পূর্ব নির্ধারিত যায়গায় স্থানান্তর করলে ওয়ার্ডবাসি দারুণ ভাবে উপকৃত হবে বলে জানান।
বেলকাটি গ্রামের রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন সাগরদত্তকাটি স্কুল মাঠসহ এলাকা পানিবন্ধী থাকায় সাগরদত্তকাটি সরকারি প্রাথমিক ও মাধ্যামিক বিদ্যালয়ে ভোট গ্রহণ ও ভোটারদের আসা-যাওয়া দারুণভাবে ব্যাহত হবে। বেলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি দুই গ্রামের মধ্যবতী স্থান।
খুলনা গেজেট/ টি আই