কেশবপুরে করোনা পরিস্থিতি ভয়াবহতা বেড়েই চলেছে। করোনা মহামারির ভয়াবহতা রোধে সরকারের কঠোর লকডাউন বিধিনিষেধের মধ্যেও করোনা পজিটিভ রোগী পল্লীতে বিস্তার লাভ করেছে। যার কারণে স্থানীয় প্রশাসন লকডাউনের সময় সকার ৯টা হতে দুপুর ১২টা পযন্ত নির্ধারণ করে কঠোর বিধিনিষেধ জারী করেন। লকডাউন চলাকালে কেশবপুরের স্থানীয় প্রশাসন সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও স্থানীয় পুলিশ যৌথভাবে টহল জোরদার রেখেছেন।
এরমধ্যেও কেশবপুরের জনসাধারণ বিধিনিষেধ উপেক্ষা করে চলছে। রোববার বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে প্রশাসন ১০টি মামলায় ৭ হাজার ২শ টাকা জরিমানা আদায় করেন। এরমধ্যে সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ৫টি মামলায় ৫ হাজার টাকা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন ৫টি মামলায় ২ হাজার ২শ টাকা জরিমানা আদায় করেন।
এদিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে গতকাল কেশবপুরে নমুনা সংগ্রহ ৩১টি, করোনা পজিটিভ ৪ জন ও হাসপাতালে করোনা রুগী ভর্তি আছে ৫ জন।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, কঠোর লকডাউন ঘোষণার পরেও জনগন তা আমলে নিচ্ছে কম। মামলা দিয়েও জনসাধারণকে দমানো যাচ্ছে না। সোমবার হতে সেনাবাহিনীর যৌথ টহল আরো জোরদার করা হবে বলে তিনি জানান।