খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট
  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

কেশবপুরে বসত বাড়িতে হামলা ও ভাংচুর : থানায় অভিযোগ

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরের পল্লীতে বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ির মালিক জালাল উদ্দিন কেশবপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫/৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্র জানা গেছে, হদ ঘোষ পাড়া গ্রামের শেখ জামাল উদ্দিনের বড় ছেলে শেখ মেহেদী হাসান জনির সাথে (৪০) বিভিন্ন বিষয় নিয়ে সিন্টু ঢালীর সাথে পূর্বে হতে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের সূত্র ধরে বাঁশের লাঠি, লোহার রড, সাবল, দা নিয়ে অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে গত ৩০ জুলাই রাত অনুমান ১১টার দিকে তাদের বসত বাড়ির উঠানে অনধিকার প্রবেশ করে শেখ জামাল উদ্দিন ও তার বড় ছেলে শেখ মেহেদী হাসান জনিকে গালিগালাজ করতে থাকে। এ সময় জনি প্রতিবাদ করলে কুদ্দুস ঢালীর নেতৃত্বে সিন্টু ঢালী, কুদ্দুস ঢালী, পিন্টু ঢালী, আছাদুল্লাহ ঢালী, আনজেলা বিশ্বাস, খোরশেদ ঢালী, ফজলু গাজী, ডালিম বিশ্বাস, ইসলাম বিশ্বাস ও হাফিজুর গাজী জনিকে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে।

এসময় তারা বসত ঘরের দরজা, কাঠের আলমারি, চেয়ার, শোকেস, ঘরের ছাউনীর টিন ভাংচুর করে ক্ষতিসাধন করে ও নগদ অর্থ, স্বর্ণের চেইন জোর পূর্বক ছিনতাই করে নেয়। এ ঘটনায় ৩ আগষ্ট জামাল উদ্দিন বাদী হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কেশবপুর থানার এস আই তাপস কুমার রায় জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!