কেশবপুরে প্রশাসনের হস্তক্ষেপে কলেজ ছাত্রী তৃপ্তি দাসের (১৬) বাল্যবিয়ে বন্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কড়িয়াখালী গ্রামে। সে উপজেলার কড়িয়াখালী গ্রামের শেখর দাসের মেয়ে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কড়িয়াখালী গ্রামের শেখর দাস তার কলেজ পড়ুয়া মেয়ে তৃপ্তি দাসের (১৬) সঙ্গে শুক্রবার রাতে একই উপজেলার বায়সা গ্রামের বিধান দাসের ছেলে মিঠুন কুমার দাসের (৩২) সাথে বিয়ের আয়োজন চলছিল। বর পক্ষ মেয়ের বাড়িতে পৌছানোর আগেই গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধ করেন।
এ সময় মেয়ের বাবা শেখর দাসের নিকট থেকে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকা নেওয়া হয়। তৃপ্তি দাস স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
খুলনা গেজেট/কেএম