কেশবপুরে বৈদ্যুতিক শট সার্কিট অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ওই আগুনে গোয়ালঘরসহ একটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবদিয়া এলাকার অশোক সিংহের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। তবে ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যে তাদের দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সরোজমিনে গিয়ে দেখা যায়, কৃষক অশোক সিংহের ছেলে বিশ্বজিৎ সিংহ লাল্টু অভিযোগ করে বলেন, গোয়াল ও রান্না ঘরের টিনের ছাউনীর ২ থেকে ৩ ইঞ্চি উপর দিয়ে পল্লী বিদ্যুতের মেইন লাইনের খোলা তার। ওই তার সরানোর জন্য একাধিকবার স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসকে অবহিত করলেও কোন ব্যবস্থা না নেওয়ায় বৃহস্পতিবার গভীর রাতে বাতাসে ঝুলন্ত খোলা তারের সঙ্গে টিনের ঘসা লাগায় বৈদ্যুতিক শট সার্কিট হয়ে আকস্মিক অগ্নিকান্ডে সূত্রপাত হয়। আগুনে রান্নাঘর এবং গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং গোয়ালে থাকা একটি গরু পুড়ে মারা গেছে। ওই সময় বসত ঘরের একাংশও পুড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়।
কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শঙ্কর বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত ১টা ১৫ মিনিটে বৈদ্যুতিক শট সার্কিট হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই সময় গোয়াল, রান্নাঘরসহ বসত ঘরের একাংশ ও ১টি গরু আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ওই কৃষকের প্রায় দেড় লক্ষাধীক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
খুলনা গেজেট/এসজেড