কেশবপুরে বৃহস্পতিবার দুপুরে ব্যাপক আলোচিত কাগজপত্র ছাড়াই পরিচালিত ১টি অবৈধ ইটভাটা ভ্রাম্যমাণ আদালত বন্ধ করে দিয়েছেন। ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা আগরহাটী গ্রামের মেসার্স হামজা ব্রিকসটি দীর্ঘদিন ধরে কোন বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (৪) ধারা মোতাবেক ভাটার ম্যানেজার তপন চক্রবর্ত্তীকে ১ লাখ টাকা জরিমানা প্রদানসহ ভাটা মালিকের ভাই আব্দুল হাই বাহারের নিকট থেকে মুচলেকা নেওয়া হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাটাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।
খুলনা গেজেট/এনএম