যশোরের কেশবপুর পৌরসভার ৪ নম্বর আলতাপোল ওয়ার্ডের কাউন্সিলর একাধিক মামলার আসামি বিএনপি নেতা আফজাল হোসেন বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৬ অক্টোবর) গভীর রাতে সাতক্ষীরা শহরের এক আত্মীয়ের বাসায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা আলোচিত এ কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার (৭ অক্টোবর) কেশবপুর থানায় হস্তান্তর করেন।
পুলিশ জানায়, বিএনপির ডাকা অবরোধের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে যানবাহন চলাচলে বাধা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি, ব্যবসায়ীসহ জনমনে আতংক ও ভীতিপ্রদর্শনের চেষ্টার খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ তাদের নিবৃত করতে গেলে ইট পাটকেল ও ককটেল বিষ্ফোরণ ঘটায় বিএনপি নেতারা। এঘটনায় কেশবপুর থানায় একটি মামলা হয়েছে। এ মামলার এজহারনামীয় ৪ নং আসামী আফজাল হোসেন বাবু। এই মামলায় বাবু পলাতক ছিলেন। সোমবার গভীররাতে গোপন সূত্রে সংবাদ পেয়ে তাকে আটক করা হয়।
কেশবপুর থানার ওসি মফিজুর রহমান বলেন, নাশকতায় একটি মামলায় কাউন্সিলর আফজাল হোসেন বাবুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।